বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম কক্ষে মাসিক আইন শৃঙ্খলা মিটিং ও মতবিনিময় সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, দিনাজপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ জাকারিয়া জাকা, আমি অঙ্গীকার করেছিলাম, আমি যদি নির্বাচিত হই, ঈমান, আমল ও সততার সাথে এ সমাজকে পরিচালিত করবো। বিপুল ভাবে সমর্থন দিয়ে কাহারোল-বীরগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করেছে, ৩ লক্ষ ৯২ হাজার ভোটারের দায়িত্ব এখন আমার, আমরা সবাই মিলে কাহারোল-বীরগঞ্জকে নতুনভাবে সাজাতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলের নিরাপত্তা সুখ-শান্তি এবং বিপদ আপদের দায়িত্ব এখন আমার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মৌসুমী আক্তার, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুনতাহিনা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, জেলা পরিষ সদস্য আরমান সরকার, কাহারোল প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আজমুল হক।