পাবনার চাটমোহর পৌরসভার ১ নং ওয়ার্ডের হঠাৎপাড়া ও বেতেপাড়ার ২ শতাধিক দরিদ্র শীতার্ত পরিবার পেল কম্বল। শীত নিবারণের জন্য কম্বল পেয়ে দরিদ্র পরিবারের নারী ও শিশুদের মাঝে খুশির ঝলক বয়ে যায়। বৃহস্পতিবার সকালে মাঘের শীতের সকালে চাটমোহর পৌরসভার মেয়র, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো এ দু’টি পাড়ায় উপস্থিত হয়ে দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাকিবুল হক অপু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌরসভার প্রধান সহকারী আঃ মতিন, আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। দু’টি পাড়ার বাসিন্দারা জানান, পৌষ মাস শেষ হয়েছে। মাঘের তীব্র শীতে তাদের অবস্থা কাহিল। কেউ এখন পর্যন্ত তাদের কোন শীতবস্ত্র দেয়নি। এই প্রথম পৌরসভার মেয়র নিজে এসে আমাদের প্রতিটি বাড়িতে কম্বল দিলেন।