নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও ইউএনও ইমতিয়াজ মোরশেদ শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর প্রেসক্লাবের সদস্যরাও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) রূপম কুমার দাস, প্রেসক্লাবের উপদেষ্টা নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল ও বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন। এর আগে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা।