যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধন আগামী ২৬ জানুয়ারি শুক্রবার। এদিন বিকাল ৩ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে নওয়াপাড়া পৌরসভার অডিটোরিয়ামে গত ১৭ নভেম্বর সম্পন্ন হওয়া নৌকা বাইচ ২০২৩ এর মূল্যায়ন ও পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর অগ্রগতি সংক্রান্ত সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, নৌকা বাইচ ও পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা মনিরুজ্জামান মুনি, আলহাজ¦ রফিকুল ইসলাম সরদার, আবদুল জব্বার মোল্যা, আবদুল গণি মোড়ল, শহিদুল ইসলাম, সানা আবদুল মান্নান, সুনীল দাস, আবদুল মান্নান মোল্যা, শেখ সাইফার রহমান, আনিসুর রহমান মিন্টু, ভীম চন্দ্র দে, কাজী গোলাম কুদ্দুস টিপু, গোলাম জহিরুল হক লিখন, জাহিদ হোসেন, রেজোয়ার ফারাজী, সুজিৎ কুন্ডু, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, জিএম মনিরুজ্জামান মনি, ইব্রাহিম হোসেন, রফিকুল ইসলাম, নওরজ উল ইসলাম তুষার, সবুরসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, রিজাউল ইসলাম ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ। জানা গেছে, এবারের ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ৭টি ও স্বাগতিক হিসেবে একটি মোট ৮টি দল অংশগ্রহণ করবে।