দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাকারিয়া জাকা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ১৭ (জানুয়ারি) ২০২৪ ইং বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বীরগঞ্জ পৌর প্রেস ক্লাবের সাংবাদিকগন এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু), সাধারণ সম্পাদক হাসান জুয়েল, আবদুল ওয়ারেস, আবদুর রাজ্জাক, বাবু, সোহেল আহমেদ, আসাদুজ্জামান, ফরহাদ হোসেন প্রমুখ।