রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল মিয়া নিয়ম নীতি কিছুই মানছেন না। এমনকি বোর্ডের নির্দেশও তোয়াক্কা করছেন না তিনি। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি উপজেলার আব্দুল্লাপুর কালসারডারা বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম, দূর্নীতি, সরকারি বরাদ্দ লুটপাট করায় তার কমিটির ৫ সদস্য একযোগে পদত্যাগ করে শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই আওয়ামী লীগ নেতা এক অভিভাবক সদস্যকে মোবাইল ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ছিলে ফেলা'র হুমকি দিয়েছেন মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্থানীয় প্রভাবশালী মোফাজ্জল হোসেন বাদল মিয়া। তিনি একই ইউনিয়নের ঘোলা এমআর (মতিউর রহমান) বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে একজন শিক্ষক হওয়া সত্বেও আরও একটি বিদ্যালয়ের সভাপতি। আওয়ামী লীগের দলীয় পদ পাওয়ার পর থেকেই অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছেন। দলীয় ক্ষমতাকে পুঁজি করে তিনি আব্দুল্লাপুর কালসারডারা বাজার বালিকা উচ্চবিদ্যালয় এবং মাদারপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে নানামুখী অনিয়ম,দূর্নীতিতে জড়িয়ে পড়েন। উল্লিখিত বিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বানিজ্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও তিনি তার ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটার প্রকল্পগুলোতে যৎসামান্য কাজ করে সমুদয় অর্থ আত্মসাৎ করছেন। জানা গেছে, আব্দুল্লাপুর কালসারডারা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ টি নিয়োগে কয়েক লক্ষ টাকা বানিজ্য করেছেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ এবং স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ আত্মসাৎ করায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বাদল মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গত বছরের ১৯ নভেম্বর কমিটির ৩ জন অভিভাবক সদস্য মেহেদুল ইসলাম, লেবু মিয়া, কহিনুর বেগম, শিক্ষক প্রতিনিধি নুরে আলম প্রধান এবং দাতা সদস্য আবদুর রহমান আকন্দ ওই কমিটি থেকে একযোগে পদত্যাগ করেন। এরপর তারা দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও ওই সভাপতির দূর্নীতির ব্যাপারে অবহিত করে শিক্ষা বোর্ডের উপপরিচালকের কাছে লিখিত জবানবন্দি প্রদান করেন। পাশাপাশি দাতা সদস্য লিখিত পৃথক অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বোর্ডের চেয়ারম্যান পরদিন ২০ নভেম্বর বিষয়গুলো তদন্তের নির্দেশ দেন। ওই নির্দেশে সভাপতিকে শুধু মাসিক বেতন ভাতার বিলে স্বাক্ষর দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু সভাপতি বোর্ডের নির্দেশকে অমান্য করে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীদের গত ডিসেম্বর মাসের বেতনভাতা বিলে স্বাক্ষর না করে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার পায়তারা করছেন বলে জানা গেছে। দাতা সদস্য আবদুর রহমান আকন্দ বলেন, প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। কিন্তু একটা অর্থলিপ্সু ব্যক্তি বাদল মিয়া ক্ষমতার জোরে ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে লুটপাট করায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বরপ্রান্তে। তিনি আরও বলেন, বাদল মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয়গুলো সংশ্লিষ্ট একাধিক শিক্ষার্থী অভিভাবক নাম না প্রকাশের শর্তে জানান, বাদল মিয়ার বিরুদ্ধে অভিযোগ করলেই হুমকি, ধামকি দেয়। তিনি যেন ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাদল মিয়া যেন একাই এক’শ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আলী সরকার বলেন, আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে কমিটির ৫ সদস্য পদত্যাগ করে শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছে। সে প্রেক্ষিতে বোর্ড থেকে সভাপতিকে শুধু বেতনভাতা বিলে স্বাক্ষরের নির্দেশ দিলেও গত ডিসেম্বর মাসের বেতনভাতায় স্বাক্ষর না করায় শিক্ষক-কর্মচারীরা অর্থ কষ্টে পড়েছেন। সভাপতি বাদল মিয়া নিয়োগ বানিজ্যের কথা অস্বীকার করে বলেন, বিধি মোতাবেক প্রতিষ্ঠানটি চলছে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, আমি কোন প্রভাব বিস্তার করিনি। জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন বলেন, আগামী ২০ জানুয়ারি ওই সভাপতির বিরুদ্ধে দেয়া নানামুখী অনিয়ম, দূর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।