জয়পুরহাট জেলা শাখার অধিনে দিনাজপুরের হিলিতে ইসলামি ব্যাংকের ২৪৩ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ মলঙ্গবার বেলা ১২ টায় বাংলাহিলি সিপি রোড় এস আর কমপ্লেক্স দ্বিতীয় তলায় ভার্জুর্য়ালী যুক্ত হয়ে এ শাখার উদ্বোধন করেন ইসলামি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ- সিইও মোহাম্মদ মুনিরুল মওলা। এরপর হিলি উপশাখায় ফিতা কেটে এর উদ্বোধন করেন ইসলামি ব্যাংক বগুড়া জোন প্রধান রেজাউল ইসলাম। ইসলামি ব্যাংক জয়পুরহাট শাখা প্রধান হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা কলেজের অধ্যাক্ষ মামুনুর রশিদ আজাদ, হিলি উপশাখার ইনচার্জ মানিক মিয়া, সিনিয়র অফিসার আবদুল ওয়াহেদসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।