রংপুরের পীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৩ নং বড়দরগাহ ইউনিয়ন আওয়ামী লীগ শীতবস্ত্র হিসেবে ২’শত কম্বল বিতরণ করেছে। সোমবার দুপুরে ইউনিয়নের দলীয় কার্যালয় থেকে পীরগঞ্জে’র এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র নির্দেশনায় ওই কম্বল বিতরণ করা হয়। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আনিছার রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজমুল হক মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান মুকুল, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মশফিকুর রহমান পল্টন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের মরহুম আশরাফ মিয়ার স্ত্রী শতবর্ষী নি:সন্তান নারী কফিরন নেছা (১২০) কম্বল হাতে পেয়ে জানান, মোর কোন ছাওয়া পাওয়া নাই, মুই অভাগি, তোরা মোক খুজি বার করি কম্বল দিনেন। আল্লাহ তোমার ভাল করুক।