পিরোজপুরে কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র মানুষদের কাছে ছুটেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। রোববার (১৪ জানুয়ারী) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আমতলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মাজে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত এই কনকনে শীতে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র (কম্বল) নিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।