ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিরোধ নিস্পত্তি করতে গিয়ে বিরোধে জড়ালেন আবু তালেব নামের এক আওয়ামী লীগ নেতা ও সর্দার। বিরোধ নিস্পত্তি করতে ২ লাখ টাকা মাসোয়ারা দাবীর অভিযোগও ওঠেছে ওই নেতার বিরূদ্ধে। টাকা দিতে রাজি না হওয়ায় মমিন মিয়ার ওয়ার্কসপে হামলা চালিয়ে চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন ওই আ.লীগ নেতা। হামলার কারণ জানতে চাইলে রানিদিয়া গ্রামবাসীর উপর পাল্টা হামলা চালিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তালেব বাহিনী। আবু তালেব অরূয়াইল ইউনিয়ন আ.লীগের সভাপতি। রোববার সকালে উপজেলার অরূয়াইল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে ৮ ব্যক্তিকে। এ ঘটনায় অরূয়াইলে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, অরূয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামের মমিন মিয়া (৩০) ও ফারূক মিয়ার (৪০) মধ্যে স্টীল বডির একটি নৌকার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগও করেছেন। পুলিশ বিষয়টি সামাজিক ভাবে নিস্পত্তির দায়িত্ব দিয়েছিলেন আ.লীগ নেতা ও সালিসকারক আবু তালেবকে। তিনি একাধিকবার চেষ্টা করেও নিস্পত্তি না করতে পারায় ক্ষুদ্ধ হন মমিনের উপর। গত শনিবার রাতে আবু তালেবের নেতৃত্বে অরূয়াইল বাজারে মমিন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় একদল লোকজন। আবু তালেব তখন নৌকার বিরোধ নিস্পত্তি না করলে মমিনের চোখ তুলে ফেলার হুমকি দেন। এ সময় আত্ম রক্ষার জন্য মমিন সটকে পড়েন। রোববার সকালে রানিদিয়া গ্রামের গণ্যমান্য কিছু লোক মমিন মিয়ার উপর হামলার কারণ জানতে যায় আবু তালেবের ব্যবসা প্রতিষ্ঠানে। বিচার না দিয়ে তালেবের লোকজন উল্টো রানিদিয়া গ্রামবাসীর উপর চড়াও হয়। উভয় পক্ষ দাঙ্গায় জড়িয়ে পড়ে। কলেজের প্রধান ফটকের সামনে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের আধা ঘন্টা ব্যাপি স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন লোক আহত হয়। আহতরা হলেন- ইউনুছ (৪০), জাকারিয়া (৩২), ইয়াকুব (৩৮) ও শিমুল (১৮)। গুরূতর আহত হয়েছেন সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম (৫২)। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৮ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছেন। মমিন মিয়া বলেন, আবু তালেব শুরূতেই নিস্পত্তির জন্য আমার কাছে ২ লাখ টাকা দাবী করেছেন। আমি ও ফারূক একই গ্রামের বাসিন্দা। আমি আবু তালেবকে বলেছি প্রয়োজনে আমাদের গ্রামের লোকজন নিয়ে বিষয়টি নিস্পত্তি করব। উনি তা মানতে রাজি না। ওঁর নেতৃত্বেই চাহিত টাকা দিয়ে নিস্পত্তি করতে হবে। আমি রাজি না হওয়ায় আমার ওয়ার্কসপে আবু তালেবের নেতৃত্বে শনিবার রাতে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। আমার চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন। ওঁর নাকি এখন অনেক ক্ষমতা। আমাকে তিনি দেখে নিবেন। আমার পক্ষের ১০ জন লোক আহত হয়েছে। পুলিশ আমারই ৪ জন লোককে আটক করেছেন। আবুল তালেব টাকা ও ক্ষমতার দ্বারা ওই ৪ জনকে পুলিশ দিয়ে মারধর করার কথাও এলাকায় প্রচার করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গত কয়েক বছর ধরে আবু তালেবসহ আরো বেশ কয়েকজন আ’লীগ, যুবলীগ নেতা, স্থানীয় কতিপয় সালিসকারকের সমন্বয়ে অরূয়াইলে একটি সিন্ডিকেট গড়ে ওঠেছে। তাদের কাজই হচ্ছে এখানকার দূর্বল হিন্দু মুসলমানদের কৌশলে জিম্মি করে মোটা অংকের বাণিজ্য করা। এই সিন্ডিকেটটি ভূমি দস্যূতার সাথেও জড়িত। অরূয়াইলের নিরীহ সাধারণ লোকজন ভয়ে মুখ খুলছেন না। এদের ভয়াল থাবা থেকে মানুষ মুক্তি চাই। আ.লীগ নেতা আবু তালেব সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমার লোকজন ও ছেলেদের উপর হামলা চালিয়েছে। আমি লোকজনকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনার পরপর এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।