দিনাজপুরের বীরগঞ্জের এক যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়ে ১০৯ দিন আগে হারিয়ে গেলেও খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা, তারা ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের আকিমুদ্দিনের পুত্র ট্রাক শ্রমিক আবদুল খালেক ১৪ জানুয়ারি জানায়, তার পুত্র মোস্তাফিজুর রহমান শাওন (১৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টসে চাকুরি করা কালে ২৫ সেপ্টেম্বর/২০২৩ নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজের সংবাদ পেয়ে বাবা আবদুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় ১৮৯২ নম্বর হারানো বিজ্ঞপ্তির একটি সাধারন ডায়েরি করেন। ৩ মাস ১৯ (১০৯) দিন অতিবাহিত হলেও পুত্রের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা সহ পরিবারের লোকজন। শাওনের মা মর্জিনা বেগম ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ফতুল্লা থানা সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।