নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার শায়েস্তানগর গ্রাম থেকে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার সকাল ৯টারদিকে উপজেলার কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড শায়েস্তানগর তোরাফ ব্যাপারী বাড়ির নুরনবী প্রকাশ নার্সারী নবীর বসত বাড়ির টিন দিয়ে দেওয়া সীমানা প্রাচীরের ভিতর একটি শপিং ব্যাগের ভরে কে বা কারা ওই শিশুটিকে পেলে রেখে চলে যায়। পরে বাড়ির পাশ্ববর্তী এক নারী পাতা কুড়াতে এসে বাচ্ছাটিকে শপিং ব্যাবের ভিতর দেখতে পেয়ে স্থানীয় ইউপি মেম্বার বেলায়েত হোসেনকে অবহিত করেন। এরপর তিনি থানায় খবর দিলে দুপুরে থানার এসআই খোরশেদ আলমেনর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্ন ঘটনাস্থলে পৌছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ছেলে শিশুর মরদেহ দেখার জন্য শতশত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমান
নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ অফিসার ইনচার্জ (ওসি) ময়নাতদন্তের নোয়াখালী জেণারেল হাসপাালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরকরা হয়েছে।