ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রকিবুল (১৫) নামের এক কিশোরের উপর হামলা চালিয়ে কেচি হকিষ্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকায় গত বুধবার সন্ধ্যায় আমান, মেহেদি ও মন্নরের নেতৃত্বে একদল যুবক এই হামলা করেছে। গুরূতর আহত অবস্থায় রকিবুল বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় রকিবুলের মা ছামিদা বেগম বাদী হয়ে সরাইল থানায় লিখিত অভিযোগ জমা দেয়ার ৩ দিন পরও নথিভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। রকিবুলের স্বজনরা বলছেন, ছেলেকে হাসপাতালে রেখে তিন দিন ধরে থানায় ঘুরছেন ছামিদা। কিছুই হচ্ছে না। এই দেশে গরীবের জন্য কোন বিচার বা আইন নাই। মামলা, ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, জন্মের আগে পিতা হারা রকিবুল সকাল বাজারের স্বাধীন মিয়ার সেলুন দোকানে নরসুন্দরের (নাপিত) কাজ করতো। একই দোকানে কাজ করে মন্নর আলীর ছেলে মেহেদী। দু’জনই বেপারী পাড়া গ্রামের বাসিন্দা। রকিবুলের কাজের মান ও আচার আচরণ ভাল হওয়ায় তার কাষ্টমার বেশী। বিষয়টি মেনে নিতে পারতো না মেহেদী। তাই দু’জনের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা হতো। এতে করে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। একসময় মেহেদী রকিবুলকে হুমকি ধমকি দিয়ে প্রাণ নাশের ভয় দেখায়। রকিবুল বিষয়টি তার মাকে জানায়। মেহেদীর অভিভাবককে বিষয়টি জানালে তারা উল্টো ক্ষুদ্ধ হয়ে ছামিদাকে গালমন্দ করেন। গত ১০ জানুয়ারি বুধবার স্বাধীন সেলুনে নেই। কাজ করছিল রকিবুল। সন্ধ্যার দিকে মেহেদী, তার ভাই আমান ও পিতা মন্নরসহ আরো ২/৩ জন যুবক ওই সেলুনে আসেন। তাদের হাতে কেচি, হকিষ্টিক, লোহার রডসহ দেশীয় অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই তারা রকিবুলে উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। কেচির আঘাতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত হয়ে পড়ায় নিজেকে রক্ষার জন্য রকিবুল দৌঁড় দেয়ার চেষ্টা করে দোকানের সামনের ড্রেনে পড়ে যায়। সুযোগে হকিষ্টিক ও রড দিয়ে হামলাকারীরা আবারও আঘাত করতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলে রকিবুল। চিৎকার শুনে আশপাশের লোকজন দৌঁড়ে এসে রকিবুলকে সরাইল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ওই কিশোরকে জেলা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে কিশোর রকিবুল। পরের দিন বৃহস্পতিবার রকিবুলের মা ছামিদা বেগম বাদী হয়ে আমান, মেহেদী, মন্নরসহ কয়েকজনের বিরূদ্ধে একটি লিখিত অভিযোগ সরাইল থানায় জমা দিয়েছেন। ৩ দিন পেরিয়ে গেলেও ওই অভিযোগটি আদৌ নথিভুক্ত না হওয়ায় রকিবুলের মা ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করছেন। আহত কিশোরের চাচা মাসুক মিয়া (৪৪) ও মামা জামির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীরা প্রভাবশালী। তাদের অনেক টাকা আছে। লোকও আছে। তাই রকিবুল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তারপরও তিন ধরে তার মা থানায় ঘুরছেন। পুলিশ অফিসারের হাতে পায়ে ধরেও কোন সুফল পাঁচ্ছেন না। এখনো অভিযোগটি নথিভুক্ত হয়নি। আহত রোগীটি মারা গেলে নথিভুক্ত হলে কি লাভ হবে? আসলে এই দেশে গরীবের জন্য কোন বিচার বা আইন নাই। অভিযুক্তদের জনৈক স্বজন বলেন, মামলায় উল্লিখিত সকল বিষয় সত্য নয়। আর ঘটনার সাথে ৪/৬ জন লোক জড়িত নয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই মো. জয়নাল উদ্দিন বলেন, ঘটনার সাথে মেহেদীর বাবা ভাই জড়িত থাকার কোন প্রমাণ তদন্তে পায়নি। নিরপরাধ লোকজনকে আসামি করার কোন যৌক্তিকতা নেই। তাই বাদীকে থানায় এসে মামলাটি ঠিক করে জমা দিতে বলেছি। তিনি আসছেন না। বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বিষয়টিকে একেকজন একক ভাবে বুঝানোর চেষ্টা করছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ছামিদা বেগমের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়টি এস আই জয়নাল সাহেব দেখছেন। আমি খুঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।