কয়রা সৎসঙ্গ মন্দির কর্তৃক আয়োজিত অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব উপলক্ষে শোভাযাত্রাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩ টায় এ উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উৎসব কমিটির সভাপতি কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সৎসঙ্গের সাধারন সম্পাদক প্রভাষক সনজিত কুমার রায় ,এস,পি,আর দুলাল চন্দ্র মন্ডল ,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল,এস,পি,আর রবীন্দ্রনা বাহাদুর,এস,পি,আর হিমাংশ বাহাদুর প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, বিদেশ রঞ্জন মৃধা,প্রধান শিক্ষক কমলেশ মন্ডল ,এ্যাডঃ সুধাংশু সরকার, সুচিত্র কুমার মন্ডল,প্রভাত ভদ্র,সন্ধ্যা রানী বাহাদুর প্রমুখ। পরে শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শতাধিক লোক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।