পিরোজপুরের কাউখালীতে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের জার্মান নেপিয়ার পাকচং ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর আওতায় ঘাস চাষ সুফল ভোগীদের মাঝে সাইলেজ প্রযুক্তি হাতেকলমে প্রদর্শন করা হয়। সুফল ভোগীরা হলেন, উপজেলার বেতকা গ্রামের দেলোয়ার খান, জব্দকাঠী গ্রামের পলি হালদার, গোপালপুর গ্রামের আল মামুন ও মাগুরা গ্রামের হেমায়েত তালুকদার। কাউখালী উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াসিম রুবেল বলেন, এই প্রযুক্তির মাধ্যমে ঘাস চাষ করে গাভীকে খাওয়ালে গাভীর পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি গাভীর দুধ বৃদ্ধি পাবে। অন্যদিকে বর্ষাকালীন বিপদকালীন সময় এই ঘাস গাভীদের উপকারে আসবে।