দিনাজপুরে কাহারোল উপজেলায় জেগে বসেছে শীত বিপর্যস্ত জনজীবন। কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে দেখা মিলছে না সূর্যের। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে শৈত্যপ্রবাহ। এতে বিপর্যয় হয়ে পড়েছে খেতে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলি। শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন কাটছে নিম্ন অসহায়ের মানুষের।
কাহারোল উপজেলায় হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক শ্রেণির মানুষ। এসব পরিবারে নেমে এসেছে হাহাকার। খরকুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে তারা। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠন শীত বস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়। ঘনকুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি ২-৩ দিন। বাস-ট্রাক সহ ছোট ছোট যানবাহনকে হেড লাইট জ্বালিতে চলতে দেখা যাচ্ছে। দিনের চেয়ে রাতের তীব্রতা ভয়াভয় রূপ নিয়েছে। শীত বস্ত্রের অভাবে ছিন্নমুল মানুষ মানবতর জীবন জাবন করছে। হারকাপানো শীতে হাট বাজার ও রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কমে গেছে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলায় ৬টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৪১০টি করে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমি জেলা প্রশাসক এর নিকট আবেদন করেছি আরো শীত বস্ত্রের জন্য।