শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সুতানাল দিঘীর পাশে দুই ও তিন ফসলি আবাদি জমিতে লেয়ার মুরগির শিল্প খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে স্থানীয় চার শতাধিক বাসিন্দা অংশ নেন। ওই প্রকল্পটি বন্ধে পদক্ষেপ নিতে ইতোমধ্যে শেরপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আক্তার হোসেন, আক্তারুজ্জামান, জাহানারা বানুসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, প্যারাগন নামে একটি কোম্পানি মধ্যমকুড়া গ্রামের মাঝখানে ৩৫ একর ফসলি জমি কিনে সেখানে লেয়ার মুরগীর খামার করতে চাচ্ছে। এ খামার হলে খামারের নিষ্কাশিত বর্জ্য ও দুর্গন্ধে গ্রামের পরিবেশের পাশাপাশি সুতানাল দিঘীর ক্ষতি হবে। এমনকি নষ্ট হবে ফসলি জমি। তাই এই স্থানে মুরগির শিল্প খামার বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা জোর দাবি জানাই।