কয়রা উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা গতকাল ১২ জানুয়ারি সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের পরিচালনায় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেড ঢাকার ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ডিরেক্টর গ অঞ্চল মোঃ আরিফ হাসান,কয়রা উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসান ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। এতে আরও বক্তব্য রাখেন কালবের জেলা ব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ, সংগঠনের সহ-সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেন, কেশিয়ার বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, রনজিত কুমার বাইন, মিতা রানী প্রমুখ। সভায় কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।