রাজধানী ঢাকার গোপীবাগে বেনাাপোল এক্সপ্রেস ট্রেনে আগনু দিয়ে নাশকতার পর বন্ধ হয়ে যাওয়া ট্রেনটি দীর্ঘ ৫দিনপর আবারও বৃহস্পতিবার দুপুর থেকে চলাচলা শুরু করেছে। ১৪১জন যাত্রীনিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা ১টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। নির্বাচন বন্ধের অপচেষ্টায় গত ৫জানুয়ারী ঢাকার গোপীবাগে রাতে যাত্রীবাহি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা চালানে হয়। দগ্ধ হয়ে ৪জন মারা যায়। আহত হয় অন্তত ২০জন। ফলে রেল কর্তৃপক্ষ অনির্দিস্টকালের জন্য ঢাকা বেনাপোলের মধ্যে রেল চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়। ৭জানুয়ারী নির্বাচন শেষ হওয়ায় আবারও ১১জানুয়ারী থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচলের ঘোষণা দেশ রেল কর্তৃপক্ষ। ৬জানুয়ারী থেকে বন্ধ থাকার দীর্ঘ৫দিনপর বৃহস্পতিবার বেলা ১টায়১৪১জন যাত্রী নিয়ে বেনাপোল রেল ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। প্রথম দিনেই ৮৩২টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান বেনাপোল রেল ষ্টেশন মাষ্টার সাইদুজ্জামান।বিভিন্ন ষ্টেশন থেকে এসব যাত্রী উঠবে বলে জানান তিনি।