বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌরশহরের আড়াইয়ানী বাজারস্থ জেবা প্লাজায় ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হারুন অর রশীদ, উম্মে কুলসুম ও জেলা যুব মৈত্রীর আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ। পরে অতিথিরা ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন।