বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার উদ্দোগে ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন উপলক্ষে বুধবার সন্ধায় নিজস্ব কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশনের সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে শাহ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ সভাপতি লাভলু চৌধুরী, সহ সভাপতি ড.মীর আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক কাজী নাসির মুঈদ, সহ সাধারন সম্পাদক হাফিজার রহমান হাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী সোনা, সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী শাহাদত হোসেন, নজরুল ইসলাম, নুরন্নবী মিয়া, সাহারুল ইসলাম, কায়ছার হাবিব পাপ্পু ও সোহেল তানভির। বক্তাগন সারাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার সংগঠনগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়াও নিজ নিজ এলাকায় মানবাধিকার প্রতিষ্ঠার ব্যপারে সংগঠনগুলিকে আরো শক্তিশালী ভূমিকা রাখার জন্য বিশেষভাবে বলা হয়। বক্তাগন মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগীতাও কামনা করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটা হয়।