শেরপুর জেলা ছাত্রদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ জানুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে শহরের চকপাঠক এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার উজ্জলের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।