রংপুরের পীরগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, যুবলীগ নেতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, ফিরোজ আলম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মোঃ আলমামুন কাওছার রতন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।