যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে আলহাজ¦ এস এম ইয়াকুব আলী শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে আলহাজ¦ এস এম ইয়াকুব আলী এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বিপুল ভোটে জয়লাভ করেন। এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসার অনুভূতি প্রসঙ্গে আলহাজ¦ এস এম ইয়াকুব আলী বলেন, আমি শপথে যা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি এজন্য তিনি দেশবাসীর পাশাপাশি তার নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছেন।