ভেজাল জিপসাম, বোরন, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় শেরপুরের নালিতাবাড়ীতে মের্সাস জারা এগ্রো লি. নামক এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৯ জানুয়ারী মঙ্গলবার সকালে তারাগঞ্জ দক্ষিণ বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিঃ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভেজাল জিপসাম, বোরণ, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রায় ১০ টন নকল জিপসাম সার সহ অন্যান্য জিংক, বোরণ সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।