সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জাতীয় পার্টিসহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টিসহ ৪ টি দলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশ কংগ্রেস এর মোঃ আবদুল আওয়াল (ডাব)-১২৪৫, জাতীয় পার্টির মোঃ ফিরোজ শাহ (লাঙ্গল)-১৯৫০, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মোঃ শামসুল হক (টেলিভিশন)-১২০০ পেয়েছেন। প্রত্যেক প্রার্থী কাস্টিং ভোটের শতকরা ১২.৫০ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-আসনে সর্বমোট কাস্টিং হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ ভোট। সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।