গাজীপুর -৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি নৌকা প্রতীকে ৮৯৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপন ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতীকে ৪৪০৪৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সিমিন হোসেন রিমি ৪৫৬৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এনিয়ে রিমি চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১১টি ইউনিয়নের ১২২টি কেন্দ্রের প্রায় সবকটিতে সিমিন হোসেন রিমি বিজয়ী হয়েছেন।
এদিকে দ্বিতীয় স্থানে থাকা আলম আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। তিনি বলেন, 'প্রায় কেন্দ্রে আমার ভোট কেটে নেয়া হয়েছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।'
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী রাত সাড়ে ১০ টায় উপরোক্ত ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি তাঁর দলীয় নেতৃবৃন্দদের নিয়ে উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩১০৭৪৭ ভোট, মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৬৬৩৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১৩৫২৬২ ভোট, বাতিল হয়েছে ১৩৭২ ভোট। শতকরা হিসাবে ৪৩.৯৭ ভাগ ভোট পড়েছে।
মোট প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর অন্যান্যদের ভোটের ফলাফল হলো- কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রউফ ডাব প্রতীকে ১৮৭, সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী একতারা প্রতীকে ৩৭৮, বিএনএফ পার্টির সারোয়ার-ই- কায়েনাত টেলিভিশন প্রতীকে ১০৫, জাতীয় পার্টির শামসুদ্দিন খান লাঙ্গল প্রতীকে ৪৭৫, স্বতন্ত্র সামসুল হক ট্রাক প্রতীকে ৩৪৩ ভোট পেয়েছেন।