দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির ১লক্ষ ৬৫হাজার ৮৪২ ভোট পেয়ে বে-সরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী দুপুর ৩টার দিকে বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। তিনি পেয়েছেন ৪হাজার ৩৮২ভোট। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার বলেন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুজানগর উপজেলার ৭২টি এবং বেড়া উপজেলার ৩৬টিসহ মোট ১০৮টি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।