মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ভোট বর্জন করেছেন। রোববার বেলা ৩ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রে জাল ভোট প্রদান, পোলিং এজেন্টকে জোড়জবরদস্তি করে বের করে দেয়া নানাবিধ অনাকাংখিত চাপ প্রদান সহ স্থানীয় প্রশাসনের অসহযোগিতার অভিযোগ আনেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিকে ুিনর্বাচনে অংশগ্রহণ করলে, নির্বাচনী প্রচারণায় ব্যাণার ফেষ্টুন ছিড়ে ফেলা হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়। নির্বাচনী দিনে লৌহজংয়ের গাওদিয়া, কনকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়, পানগাও, বন সীমান্ত কেন্দ্রে ট্রাক মার্কার এজেন্টকে বের করে দেয়া হয়। এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কাছে দফায়-দফায় অভিযোগ দেয়ার পরও কোন প্রতিকার পাননি। সর্বশেষে তিনি জেলা রিটাণিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত অভিযোগ আনুষ্ঠানিকভাবে উল্থাপন করেেবন বলে সাংবাদিকদেও জানান।