পঞ্চগড় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ থেকে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে কড়া নিরাপত্তায় কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই ভোট গ্রহণ শুরু হয়। সকালে শীতের তীব্রতা বেশি থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। তবে বেলা বাড়ার সংগে সংগে কোন কোন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। জেলা সদর ও উপজেলার ভোট কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। এবার পঞ্চগড়-১ আসনে ৪ লাখ ৩৭ হাজার ২২ জন ভোটার এবং পঞ্চগড়-২ আসনে ৩লাখ ৮৯ হাজার ৯ শ ৪১ জন দুজন প্রার্থীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছে। পঞ্চগড় জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৯শ ৬৩ জন। আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদ ৩ টি উপজেলাকে নিয়ে পঞ্চগড়-১ আসন এবং বোদা ও দেবীগঞ্জ ২টি উপজেলাকে নিয়ে পঞ্চগড়-২ আসন। সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহন চলছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।