যশোরের ঝিকরগাছায় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ট্রাক কর্মীর হাতে দুই নৌকা কর্মী ছুরিকাহত হয়েছেন। এরা হলেন রুবেল হোসেন (২৩) এবং বাদশা (১৭)। রোববার দুপুরে ঝিকরগাছা শিমুলিয়া ইউনিয়নের আন্দোলপোতা মাটিকুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ট্রাক কর্মী এবং নৌকা কর্মীর বাদানুবাদে নৌকার দুই কর্মী ছুরিকাহত হয়েছেন। এরা হলেন - আন্দোলপোতা গ্রামের জুনার ছেলে রুবেল হোসেন (২৩) এবং হাকিমের ছেলে বাদশা (১৭)। আহতরা জানান, ভোটার সংগ্রহে বাদানুবাদের একপর্যায়ে লালটু মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর আক্রমণ চালিয়ে ছুরিকাহত করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঝিকরগাছা হাসপাতালের ডাক্তার শামীম রেজা জানান, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।