চিরিরবন্দরে বাড়ির পাশ্ববর্তি পুকুর পাড় হতে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ৬ জানুয়ারী শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। চিরিরবন্দর থানা পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয়রা জানায়, সকালে মসজিদে যাওয়ার সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের উত্তর তেঁতুলিয়ার শাহ পাড়ার ভ্যান চালক বাবলু হোসেনের ছেলে রাজমিস্ত্রী খাইরুল ইসলামের (২৬) মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। চিরিরবন্দর থানার এস আই জাহাঙ্গীর বাদশা রনী জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ডান নাক, ডান কানের লতিতে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গত ৫ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতের কোন একসময় মরদেহটি ঘটনাস্থলে ফেলে দেয়া হতে পারে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরকিয়ার জেরে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যাক্তিকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।