যশোরের ঝিকরগাছা ট্রেন স্টেশনে শুক্রবার সকালে বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে নিলুফার ইয়াসমিন (৫৫) নামের মহিলার মৃত্যু হয়েছে। তিনি মোবারকপুর গ্রামের স্বামী পরিত্যক্তা মিজানুর রহমানের স্ত্রী।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস (৭৯৬ ডাউন) ট্রেনটি ঝিকরগাছা স্টেশনে এসে যাত্রী নামাই। ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় নিলুফার ইয়াসমিন দীপা (৫৫) ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন। তিনি স্টেশনের পাশের গ্রাম মোবারকপুরের মৃত রফি উদ্দিন বিশ্বাসের কন্যা এবং স্বামী পরিত্যক্ত মিজানুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী গোলাম হোসেন জানান, সকাল পৌনে ৭ টার দিকে ওই মহিলা ট্রেন লাইনের উপর বসে ছিলেন। আমি তাকে হাত ধরে ট্রেন লাইনের বাইরে নিয়ে আসি। ট্রেন আসার পর আমি তাকে রেখে কর্মস্থলে চলে যায়। এরপর জানতে পারি চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগগ্রস্ত ছিলেন।
ঝিকরগাছা থানার সহকারী পরিদর্শক (এস আই) সুব্রত কুমার কুন্ডু জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি পার্শ্ববর্তী গ্রাম মোবারকপুরের মৃত রফি উদ্দিন বিশ্বাস এর কন্যা নিলুফা ইয়াসমিন (৫৫) ট্রেনে কেটে মারা গেছেন।
স্টেশন মাস্টার জাকিয়া আক্তার জানান, বেনাপোল এক্সপ্রেস (৭৯৬ ডাউন) সকাল ৭ টায় যাত্রী নামিয়ে দিয়ে স্টেশন ত্যাগ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেনি।