বুধবার বিকেলে নীলফামারীর ডিমলায় বিজয় চত্ত¦র হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার বিশাল প্রচার মিছিল বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এত উপজেলার ১০ টি ইউনিয়নের লাখো নারী পুরুষ ভোটারগণ অংশগ্রহণ করেন। মিছিল শেষে বিজয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমা-ডিমলা)আসনের নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু, যুুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ, সদর ইউপি চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার, ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহ্বায়ক আবদুর রশীদ লেবু প্রমুখ।