খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আবদুস সালাম মুর্শেদীকে পূনরায় বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও রূপসা কলেজ ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা সেন্টার কমিটির আয়োজনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ-সময় পূর্ব রূপসা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে আক্তার হোসেন খান সড়ক, বাগমারা দক্ষিণ পাড়া, মাছ কোম্পানি রোড এলাকা, বালুর মাঠ, হাড় কোম্পানি, মর্ডান মাছ কোম্পানি এলাকা, মাছ কোম্পানি রোডের সিএন্ডবি কলোনি, রূপসা ঘাট, বাস টার্মিনাল সহ বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। পরে ব্যাংকের এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। এর আগে আবদুল রবের মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও রূপসা ডিগ্রী কলেজ সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মফিজুল ইসলাম।
রূপসা ডিগ্রী কলেজ সেন্টার এর যুগ্ম আহ্বায়ক মো. কবির শেখের সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন, শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. সাঈদুজ্জামান চৌধরী সনি, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার, শ্রমিক নেতা মো. আবুল হাসান হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সোহেল হোসেন লিটন, গোলাম রসুল, কবির শেখ, মো. জিরু বিশ্বাস, মো. ফজলু মাতুব্বর, মো. ফেরদৌস, ইউছুফ হাওলাদার, মিলন শেখ, শাহাদাত শেখ, ইলিয়াস বয়াতি, রাজু, আলামিন, নারী নেত্রী স্বপ্না বেগম, হাসি বেগম, রুমা বেগম, রেশমা আক্তার, সালমা বেগম, তাসলিমা বেগম, চম্পা, আকলিমা বেগম, আরিফা খাতুন, ফজিলা, রুনা, পাখি, পারভীন, শিউলি, ময়না, সেতারা, জোসনা, উরমি, মুক্তা প্রমুখ।