নোয়াখালী-২ (সেনবাগ-সোনইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র কাচিঁ মার্কার প্রার্থী আতাইর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার কাবিলপুর ইউপির ছমির মুন্সির হাট পশ্চিম বাজাস্থ মুর্ণিস সেকান্দ আহম্দে জামে মসজিদ সংলগ্ন মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। কাবিলপুর ইউনিয়ন আওযামীলীগের ষেিবক সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলুর সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্বতন্ত্র কাচিঁ মার্কার প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সেক্রেটারী ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সিহাব উদ্দিন, নিজাম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সোলেমান বাহার প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী ওঠান বৈঠকের নামে টাকা দিয়ে ভোট ক্রয় করছে।