নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। মঙ্গলবার ২ জানুয়ারি নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস। এ তথ্য জানানো হয় সৈয়দপুর আবহাওয়া অফিস থেকে। ফলে কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে অসহায় ছিন্নমুল মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশার কারণে কিছু সময় সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠা নামা বন্ধ থাকে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। শহরের চৌরঙ্গী এলাকায় কথা হয় রিক্সাচালক ইউনুস আলীর সঙ্গে। তিনি বলেন, প্রচন্ড ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৬ উপজেলা ও চার পৌরসভায় ২৫ হাজার পিচ কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও প্রায় ৫ হাজার মজুদ আছে। প্রয়োজনে আরও চাহিদা দেওয়া হবে।