পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বতন্ত্র (ট্রাক মার্কা) প্রার্থী আনোয়ার সাদাত স¤্রাট এর পক্ষে ভোট চাইছে বাংলাদেশ জাতীয় পাটি (জাপা) পঞ্চগড় নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাম মুক্তা এর নেতৃত্বে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার সহ অন্যান্য হাট-বাজারে খোলা ট্রাকের অস্থায়ী মঞ্চে পৃথকভাবে পথসভাসহ সাধারণ ভোটারদের কাছে ট্রাক মার্কার লিফলেট বিতরণ করেন। এ সময় পঞ্চগড় পৌর জাপার সভাপতি ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন মৃধা, জেলা জাতীয় কৃষক পাটি’র সাধারণ সম্পাদক মোখলেছার রহমান (লাবু), তেঁতুলিয়া উপজেলা জাপার সভাপতি মো. মোখলেছুর রহমান ও জাপার নেতা আবদুর রহমান সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।