দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একদিনে সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এ তুষারপাত দেশটির ৪০ বছরেরও বেশি সময়ের রেকর্ড ভেঙেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সিউলে একদিনে ৪.৮ ইঞ্চি পুরো তুষারপাত রেকর্ড করা হয়েছে। ১৯৮১ সালের পর ২০২৩ সালের শেষ দিনে এ প্রথম সিউলে সর্বোচ্চ এ তুষারপাত হয়েছে। এর জন্য রাজধানীতে জরুরি অবস্থা জারি করে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে রাজধানী সিউল ছাড়াও বিভিন্ন স্থানে তুষারপাত ও বৃষ্টি হয়েছে। ব্যাপক তুষারপাতের জন্য সিউলসহ দেশটির বিভিন্ন শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এরইমধ্যে স্লেডিং, স্নোবল ফাইটিংয়ের মতো বিভিন্ন খেলায় মেতে ওঠেছে শহরের অনেক বাসিন্দা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, সিউলে প্রচণ্ড এ তুষারপাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামনে তুষারপাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালকে পৃথিবীর ‘উষ্ণতম বছর’ বলা হলেও ভারত এবং চীনে রেকর্ড ঠান্ডা পড়েছে। চীনের সাংহাই শহরে গত ৪০ বছরের মধ্যে রেকর্ড ঠান্ডা পড়ে।