আজ সকালে বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ি থামিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মনসুর আহমেদ খান জিন্নাহর সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব ওবায়দুল কাদের সাহেব, বলেছেন, যে ভোটে পাস করবে সেই সংসদে যাবে,
সোমবার সকালে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ি থামিয়ে কথা বললেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিদের সাথে, তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হবে নির্বাচনে যে পাস করবে সেই সংসদে যাবে।
তার এমন বক্তব্যের পর গজারিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ ভোটাররা মনে করছে এবার নির্বাচনে তাদের ভোট অধিকার তারা ফিরে পাবে।
এ সময়ের উপস্থিতি ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শরীফ মাহমুদ, গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মোল্লা, ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন প্রমূখ।