পঞ্চগড়ে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় শীত জেঁকে বসেছে। সোমবার (১ জানুয়ারি০২৪) পঞ্চগড়ের তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার গত ২৪ ঘন্টায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের আজকের এই দিনে (১ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের শুরুতে তাপমাত্রা রেকর্ড হলো ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে জেলায় লাগতার ২৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরমধ্যে এক সপ্তাহ জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এদিকে দিনে সূর্যের মুখ দেখা গেলেও সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাত বাড়তে থাকলে কুয়াশার সাথে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির ন্যায় শিশির কণা গড়িয়ে পড়ছে। তীব্র ঠান্ডায় জীবন-জীবিকা থমকে গেছে। একান্ত প্রয়োজন ছাড়া শহরের মানুষ ঘর থেকে বের হয়নি। শীতের কারণে শিশু কিশোর ও বয়োবৃদ্ধদের নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি ও ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকৌপ বেড়েছে।