মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা ৬০ টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী হতাশায় নিমজ্জিত। নতুন বছর শুরু, আজ বই উৎসব। তাই অভিভাবক ও শিক্ষকরাও দুশ্চিন্তায়। এবার যারা ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে ও ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের পরীক্ষা গেলো নভেম্বর মাসে প্রথম দিকেই সমাপ্ত হয়েছে। প্রতি বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি পরীক্ষার ফল প্রকাশ হলেও এবার তা বেশির ভাগ স্কুল দিতে পারেনি। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনেক স্কুল ফলাফল প্রকাশ করেছে। রোববার দুপুরের মধ্যে তরি ঘরি করে আরো অনেক স্কুল এই দুই শ্রেণির ফল প্রকাশ করে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের যেমনটা নির্দেশনা ছিলো সেভাবে ২/৪ টা স্কুল ব্যতিত কেউ প্রকাশ করতে পারেনি। অ্যাপসের মাধ্যমে রেজাল্ট কার্ড দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয় নাই বলে শিক্ষকরা জানান। কারণ হিসেবে তারা বলেন সার্ভার সমস্যা, নতুন অ্যাপ কাজ করার পর আবার মুছে যাওয়াসহ নানা সমস্যা দেখা যায়। তাছাড়া শিক্ষকরা এ বিষেয়ে সদ্য ট্রেনিং নিয়েছে। সব মিলিয়ে বেশ জটিলতায় পরতে হয়েছে তাদের। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি থেকে যারা উত্তীর্ণ হবে এমন শিক্ষার্থীরা জানায় বর্তমানে তাদের লেখাপড়া ভালো লাগে, অনেক কিছু তারা শিখতে পারছে। কিন্তু তাদের রেজাল্ট সময় মত না পাওয়ায় তারা মন খারাপ করে আছে, নতুন বই প্রথম দিনে তারা পাবো কি-না এমন দুশ্চিন্তাও তাদের মধ্যে বিরাজ করছে। অভিভাবকরা জানান, তারা প্রতিনিয়তই শিক্ষকদের সাথে যোগাযোগ করেছেন। তাদের শিক্ষকরা বলেছে রেজাল্ট যত দ্রুত সম্ভব তারা দেওয়ার জন্য চেষ্টা করছেন। ৩১ ডিসেম্বরের মধ্যেই দিয়ে দি্েন। কিন্তু অনেক স্কুল তা পারে নাই। তাই এখন ম্যানুয়েলিই দিবে। পরে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট কার্ড দিবে। সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান অ্যাপস ও সার্ভারের সমস্যার কারণে ঐ দুই শ্রেণির রেজাল্ট দিতে দেরি হয় তবে আমরা ৪ দিন আগেই দিয়েছি। কিছু কার্ড ও কিছু ম্যানুয়েলি। মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, আমরা অনেক চেষ্টা করেছি। রাতেও কাজ করেছি, নেট ও সার্ভার সমস্যা অ্যাপস নতুন৷ অ্যাপসে সঠিক ভাবে কাজ করতে পারি নাই। ১ লা জানুয়ারি বই উৎসব ও তাদের রেজাল্ট এক সাথে দিয়ে দিবো। আমাদের শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুল হক জানান, কিছুটা সমস্যা ও জটিলতা ছিলো। ৩১ তারিখের মধ্যেই রেজাল্ট দিয়ে দিতে বলেছি। নেটের মাধ্যমে অ্যাপস থেকে রেজাল্ট কার্ড নামিয়ে। আর যেগুলো হয় নাই তা ম্যানুয়েলি দেওয়ার জন্য বলা হয়েছে। পরে সব ঠিক হয়ে গেলে রেজাল্ট কার্ড দেওয়া হবে।