নীলফামারীর সৈয়দপুরে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটি ঘটেছে শনিবার রাতে শহরের নিচু কলোনি এলাকায়। জানা যায়, মায়ের সাথে অভিমান করে হৃদয় (৯) গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরের দরজার এ্যাঙ্গেলে ঝুলে আত্মহত্যা করে। সে ক্যান্টবোর্ড স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো। এ বছর উত্তীর্ণ হয়ে ৫ম শ্রেণীতে উঠেছে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে শিশুটি আত্মহত্যা করলো তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পাশের বাসার লোকজন জানান,ওই শিশুটিকে তার মা বকা দেয়। কি কারণে মা তার ছেলেকে বকা দিল তা জানিনা। হয়তো বকা খেয়ে সে মনের ক্ষোভে ঘরের দরজার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সকালে আমরা শিশুটির লাশ দেখতে পাই ঝুলে আছে দরজার সাথে।