আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে ডিমলা বিজয় চত্ত¦রে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক পথ সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়।
তাই আগামী ৭ জানুয়ারী নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে ভোটার উপস্থিতি নিশ্চিত করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার বিষয়ে উপজেলা ছাত্রলীগকে আহ্ববান করেন তিনি।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান শাহ্ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আবদুর রশীদ লেবু প্রমুখ।