গাজীপুর-২ আসনের বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (ফুলের মালা প্রতীক) আলহাজ্ব ডাঃ সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বিজয়ী হলে গাজীপুরকে পলিথিন, প্লাষ্টিক ও কেমিক্যালমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব। মানুষকে বাঁচাতে হলে আগে পরিবেশ-প্রতিবেশ রক্ষার্থে কাজ করতে হবে। টঙ্গী-গাজীপুরের ঐতিহ্য তুরাগ নদ আজ মৃতপ্রায়। বিভিন্ন কলকারখানার নির্গত দূষিত ও বিষাক্ত কেমিক্যালের কারণে তুরাগ নদের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি নদের পানি দূষণের কারণে নদে মাছসহ জীববৈচিত্র আজ চরম হুমকির মুখে।
তিনি বিএনপিকে ইঙিত করে বলেন, দেশের একটি বড় দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করছে না। তাই নির্বাচনের মাঠে যে একটি টান টান উত্তেজনা থাকার কথা সেইটা এখন আর নেই। একমুখী নির্বাচনের মতো একটা মনোভাব কিন্তু আসলে মাঠে আছে।
তিনি আরও বলেন, আমি যেহেতু জোটে আছি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এবং আমি যদি পাশ করতে পারি তাহলে জোটের শরীক হিসেবে আমিও এলাকার জনগণের জন্য কাজ করতে পারবো। একেক জন মানুষের একেকটা ভিউ থাকে। আমার প্রতিশ্রতি হচ্ছে গাজীপুরে একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করা। এই আসনটা আমি পরিবেশ বান্ধব, শিক্ষা বান্ধব, যুবক বান্ধব, মাদক ও সন্ত্রাসমুক্ত, বিশৃঙ্খলামুক্ত, অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধযুক্ত, স্বাধীনতার স্বপক্ষে আমার দলীয় যে স্লোগান এলাকার মানুষদেরকে একত্র করে একটি সুন্দর সমাজ গঠন করাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি কোথাও যদি কোন রাস্তা প্রশস্ত করতে হয়। এতে যদি কারো বাড়ি নষ্ট হয়, ঘর নষ্ট হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে রাস্তা প্রশস্তের কাজ করা হবে। কারো কোন ক্ষতি করা হবে না।
শুক্রবার রাতে টঙ্গীর গুটিয়া এলাকায় ফুলের মালা প্রতীকের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার আরও বলেন, আমি আমার ভোটারদের একথাই বলছি, আমাকে যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমানতদারি দেওয়া হয়, আমি যেহেতু সুফিবাদী মানুষ, আল্লাহর নবীর (সা.) বংশধর। সে হিসেবে আমি আমার সর্বোচ্চ প্রয়োগ করে গাজীপুর-২ আসনের জনগণকে সুখে রাখার বা একটি সুন্দর সমাজে রাখার চেষ্টা করবো। মানুষকে তো আমি আর ঘর বাড়ি করে দিতে পারবো না, যাতে তারা তাদের আয় রোজগার দিয়ে ভালো ভাবে চলতে পারে।
এসময় বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।