আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ হাজীগঞ্জ ও শাহারাস্তি আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের ঈগল মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জের ৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী এই সভা হয়। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনতার শক্তিতে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকের জয় হবে। যে গণজোয়ার আপনারা উঠিয়েছেন তা ধরে রাখতে হবে। ইতঃপূর্বে অনেকে আপনাদের বিজয় নিয়ে মিথ্যা অপবাদ চালাবে এতে কান দিবেন না। রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমি মাঠে আয়োজিত এ পথ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী। ৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি প্রমুখ। উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হলেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁর সাথে নির্বাচন করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পর থেকে পদত্যাগ করেন গাজী মাইনুদ্দিন। এরপর এই সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন তিনি।