আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রি শেখ হাসিনার মনোনীত প্রার্থী পঞ্চগড়ে নৌকার মাঝি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেছেন, দেশের অন্যান্য জেলার তুলনায় হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে নৌকায় ভোট চাই। তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার চা চাষী, চা শ্রমিক ও পাথর শ্রমিকদের দুঃখ দুদর্শার কথা আমি জানি। আমি পঞ্চগড়ের সন্তান হিসেবে আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়াবাসীর উন্নয়নে কাজ করব এবং আপনাদের সুখে দুখের সাথী হবো। তাই আগামী ০৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করছি। বৃহস্পতিবার বিকালে ৪ টায় তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি সর্দার আফতাব উদ্দীন, পঞ্চগড় জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বকুল, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আবদুল লতিফ তারিন। জনসভায় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।