১৩৯ জামালপুর-২ (ইসলামপুর) আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-২আসন। এ আসনে নৌকা-স্বতন্ত্র-লাঙ্গলের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ আসনে ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩২জন পুরুষ এবং ১লাখ ৩০হাজার ৯১ জন নারী ১জন হিজরা ভোটারসহ মোট ২লাখ ৬৪ হাজার ৯শ ২৮জন ভোটার রয়েছেন। স্বাধীনতার পর থেকে ১১তম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামীলী ৮বার, বিএনপির ২বার এবং জাতীয় পার্টি ১বার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি এবং বিএনপির আমলে ১বার করে মোট ২বার সংসদ নির্বাচন অংশগ্রহণ করেনি বাংলাদেশ আওয়ামীলী। এ আসনটি মুলত আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে সু পরিচিত। এ ছাড়া ৯বার অংশগ্রহণ করে মোট ৮বার আওয়ামীলী,২বার বিএনপি এবং ১বার জাতীয় পাটি (জাপা) আসন ধরে রেখে ছিল। সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত হাজী রাশেদ মোশাররফ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে ৬বার নির্বাচন করেন। ৫বার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে একবার তিনি ভূমিপ্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১ইং সালে নির্বাচনে দলীয় কোন্দলের কারণে তিনি বিএনপির প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবুর কাছে পরাজিত হন। ১৯৮৮ইং সালে আওয়ামীলী সংসদ নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি (জাপা) এর প্রার্থী সাবেক ডাকসুর জিএস আশরাফ উদ দৌল্লাহ পাহলোয়ান এমপি পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ইং সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে ফরিদুল হক খান (দুলাল) এমপি পদে নির্বাচিত হন। পরবর্তি তিনি টানা ৩বার নির্বাচিত হয়ে বর্তমানে ধর্মপ্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনীত (নৌকা প্রতিক) ফরিদুল হক খান দুলাল,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জামালপুর ও ইসলামপুর উপজেলা সভাপতি মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল প্রতিক) ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র ঈগল প্রতিক) বিমানবন্দর থানা আওয়ামী লীগ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান আলী মন্ডল (স্বতন্ত্র ট্রাক প্রতিক) জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান শাহিন (স্বতন্ত্র কাঁচি প্রতীক) এবং তৃর্ণমুল বিএনপির অ্যাডভোকেট হোসেন রেজা বাবু (সোনালী আঁশ) নিয়ে মাঠে নেমেছেন। যতই দিন যাচ্ছে,ততই যেন ভোটারদের কদর বাড়ছে। ইত্মেধ্যে এলাকায় পোষ্টারে পোষ্টারে ছেয়েগেছে। আসছে ৭ জানুয়ারী নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে,ততই নেতা-কর্মী,সমর্থক নিয়ে কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজ নিজ প্রার্থীর প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, হাট-বাজার রাস্তা ঘাট পাড়া মহল্লায় ছবি সংবলিত সকল প্রার্থীর পোস্টার-ব্যানারে সমগ্র এলাকা ছেয়ে গেছে। পাড়া-মহল্লা, হাট-বাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে-দ্বারে নিজ নিজ প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। অনেকেই লিফলেট-প্রতীক সম্বলিত হ্যান্ডবিল বিলি করছেন। উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোট প্রার্থনা করছেন। এলাকাবাসিরা জানায়,বর্তমান সরকারের আমলে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু ৭৫ এর পরবর্তি আওয়ামী রাজনীতিতে যাদের ত্যাগ আর বলিষ্ঠ নেতৃত্ব দুর্দিনে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মী হিসাবে দলকে বাঁচিয়ে রেখেছেন তাদের অধিকাংশই এখন উপেক্ষিত,বঞ্চিত হয়ে অনেকেউ মৃত্যু বরণ করেছেন। যারা এখনও জীবিত তাদের অবমুল্যায়িত করে নব্য-হাইব্রিড আওয়ামীলীগকে বেশী প্রাধন্য দেয়ার এমন অভিযোগ তুলেছেন খোদ দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী নেতা-কর্মী॥ তাদের বক্তব্য অনুযায়ী প্রবীণ আওয়ামীলীগ,বংশগত আওয়ামী লীগ বিরাট একটি অংশ দলীয় প্রার্থী নৌকার পক্ষে ভোট প্রার্থনা এবার মাঠে নামেনি বরং দলীয় প্রার্থী নৌকার বিরোদ্ধে অবস্থান নিয়ে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। ফলে আওয়ামী সমর্থকরা ত্রিধাবিভক্তি হয়ে পড়ায় সাধারণ ভোটারদের মাঝে এর প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ ভোটার ও সচেতন মহল মনে করছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপতত দৃষ্টিতে নৌকা-স্বতন্ত্র-লাঙ্গল ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিলেও শেষ মুহুর্তে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দিতা হতে পারে। তবে দেখা যাবে ভোট গণনার পর।