ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হোসাইনকে উপজেলার বাসিদেবপুর গ্রাম থেকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। মঙ্গলবার রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবকদলের এ নেতাকে আটক করা হয়। একইদিনে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নিয়ামতপুর গ্রামের নিজ বাড়িতে আটকের জন্য পুলিশি অভিযান চালিয়েছে। এ সময় এ নেতার বাড়িতে পুলিশ তাকে না পেয়ে ফিরে আসে। এদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে ও আটকের পর পুলিশ বুধবার ঝিনাইদহ জেলহাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে যে কারণে আটক ও আটকের অভিযান চালানো হয়েছে।