 
		
	খুলনার দিঘলিয়া উপজেলায় জামান জুটে রহস্যজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, নগরঘাট এলাকায় জামান জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। সোমবার রাত পৌনে ১০টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিলের ম্যানেজার রিপন মোল্লা এ প্রতিবেদককে জানান, তিনি রাত ৯টায় মিল থেকে বাড়ি ফেরার পর আগুন লাগার খবর জানতে পারেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন এ অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক।